পাকিস্তান ফিরে পাওয়ার দাবি, ইতিহাস কি বলে?


নিজস্ব প্রতিবেদক | ইউরো বাংলা খবর

সম্প্রতি এক জামাতপন্থী নেতা ঘোষণা দিয়েছে যে তারা নাকি পূর্ব পাকিস্তানে ফিরে পেয়েছে। এ ধরনের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করার শামিল। ইতিহাস সাক্ষী, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর একদল ষড়যন্ত্রকারী বাংলাদেশকে পাকিস্তানের পথে ঠেলে দিতে চেয়েছিল।
১৯৭৫: মোশতাক সরকারের পাকিস্তানপন্থী ষড়যন্ত্র ও ভারতের হুঁশিয়ারি

বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে একটি সামরিকপন্থী সরকার গঠিত হয়, যা স্বাধীনতার আদর্শবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিল। জানা যায়, সে সময় বাংলাদেশের নাম পরিবর্তন এবং পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের ষড়যন্ত্র চলছিল।

১৫ আগস্ট হত্যাকাণ্ডের সময় ঢাকায় ভারত ও সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূতরা অনুপস্থিত ছিলেন। পরে ১৬ আগস্ট ভারতীয় হাইকমিশনার সমর সেন কলকাতা হয়ে ঢাকায় ফিরে আসেন। ১৮ আগস্ট বঙ্গভবনে গিয়ে তিনি প্রেসিডেন্ট মোশতাকের কাছে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করেন।

ভারতের কড়া বার্তা: কনফেডারেশন মানেই সামরিক ব্যবস্থা সমর সেন মোশতাককে যে কূটনৈতিক নোটটি পড়ে শোনান, তাতে স্পষ্ট বলা ছিল—

"যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করা হয় এবং কোনো দেশের সঙ্গে কনফেডারেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে ভারতের সঙ্গে থাকা বৈধ চুক্তির আওতায় ভারতের সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু আপনি যদি এসব থেকে বিরত থাকেন, তাহলে ভারত ১৫ আগস্টের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করবে।"

এই বার্তা শুনে মোশতাক বিমর্ষ হয়ে পড়েন এবং তার ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়ে।

আজকের ষড়যন্ত্র ও আমাদের করণীয়

বর্তমানে জামাতপন্থী গোষ্ঠী এবং পাকিস্তানপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। ‘পূর্ব পাকিস্তান ফিরে পাওয়ার’ মতো বক্তব্য সরাসরি রাষ্ট্রদ্রোহের শামিল। ইতিহাস সাক্ষী, ১৯৭৫-এও এমন ষড়যন্ত্র হয়েছিল, যা ব্যর্থ হয়।

বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

(সূত্র: বিবিসি নিউজ বাংলা, ১৪ আগস্ট ২০২৩)

[Euro Bangla Khobor | আমরা নিরপেক্ষ নই—আমরা স্বাধীনতার পক্ষে।]


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url