সিলেট এমসি কলেজে ছাত্র শিবিরের হামলায় তালামীয নেতা আহত।
সিলেট এমসি কলেজে ছাত্র শিবিরের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন তালামীযে ইসলামিয়ার দায়িত্বশীল ও বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী মিজানুর রহমান রিয়াদ। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, ফেসবুকের একটি কমেন্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে সন্ত্রাসী দখলদারিত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার উপর বর্বরোচিত হামলা চালায়।
প্রতিবেশীরা জানান, জুনিয়র ছাত্ররা প্রথমে তাকে অশালীন কথা বলে উত্ত্যক্ত করে এবং পরবর্তীতে দলবদ্ধ হয়ে হামলে পড়ে। রড দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বেধড়ক মারধরের পর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
এমনকি, সহপাঠীরা হাসপাতালে নেওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা আনলেও সেটি ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। হামলাকারীরা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। পরবর্তীতে এক সহপাঠীর মানিব্যাগ থেকে টাকা রেখে ব্যাগ ফেরত দেওয়া হয়।
এই নির্মম হামলার ঘটনায় ক্যাম্পাসে নিন্দার ঝড় উঠেছে। ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এমসি কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট করে ক্যাম্পাসকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এবং ভিন্নমত দমন করার এই প্রবণতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।